ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে আলজাজিরা টিভি নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
মিশরে আলজাজিরা টিভি নিষিদ্ধ

কায়রো: মিশরের বর্তমান তথ্যমন্ত্রী আনাস আল-ফিক্কি দেশটিতে আরব অঞ্চলের উপগ্রহ টিভি চ্যানেল আলজাজিরা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা এ তথ্য জানায়।



আরব অঞ্চলের এ টিভি চ্যানেলটি মিশরে চলমান বিক্ষোভের পূর্ণাঙ্গ প্রতিবেদন সম্প্রচার করছিল।

আল-ফিক্কির বরাত দিয়ে মেনা জানায়, ‘আরব প্রজাতন্ত্র মিশরে আল-জাজিরার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হল। এছাড়া রোববারেই এই টেলিভিশনের লাইসেন্স এবং এখানে কর্মরত সবার প্রেস কার্ড বাতিলেরও নির্দেশ দেওয়া হল। ’

এদিকে, যখন এই নির্দেশ ঘোষণা করা হয় আল-জাজিরা তখনও অনুষ্ঠান সম্প্রচার করছিল।

গত ৩০ বছর ধরে ক্ষমতায় অধিষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট মোবারকের পদত্যাগের দাবিতে টানা ছয়দিন ধরে মিশরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।