ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ডাচ নারীর ফাঁসি

ইরানের সঙ্গে সম্পর্কচ্ছেদ নেদারল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, জানুয়ারি ৩০, ২০১১
ইরানের সঙ্গে সম্পর্কচ্ছেদ নেদারল্যান্ডের

তেহরান: ইরানি বংশোদ্ভূত নেদারল্যান্ডের জাহরা রাহরামিকে শনিবার ফাঁসি দেওয়ায় তেহরানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে নেদারল্যান্ড। খবর এএফপির।



নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, পররাষ্ট্রমন্ত্রী উরি রোসেনথাল ইরানের এই আচরণকে বর্বরোচিত বলে অভিহিত করেন এবং বাহরামির মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন।

মাদক বিক্রি এবং পাচারের অভিযোগে ফাঁসি দেওয়া হলেও প্রাথমিকভাবে ইরানে সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ২০০৯ সালের ডিসেম্বরে বাহরামিকে আটক করা হয়।

ওই মুখপাত্র আরও বলেন, নেদারল্যান্ডে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত গারিব আদাবির কাছ থেকে এ বিষয়ে জানার পর ইরানের সঙ্গে নেদারল্যান্ড সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

নেদারল্যান্ডের নাগরিক বাহরামির (৪৬) ফাঁসির মধ্য দিয়ে ইরানে নতুন বছরে ইরানে ৬৬ জনের ফাঁসি কার্যকর করা হলো বলে বার্তাসংস্থা এএফপির হিসাবে বেরিয়ে এসেছে।

তবে, ইরানের সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে শনিবার নিশ্চিত করা হয়, নিরাপত্তার কারণেই বাহরামিকে আটক করা হয়েছিল।

ইরান কর্তৃপক্ষ বাহরামির বাড়িতে তল্লাসি চালিয়ে ৪৫০ গ্রাম কোকেন এবং ৪২০ গ্রাম আফিম উদ্ধার করে। তদন্তে বাহরামির বিরুদ্ধে ১৫০ গ্রাম নেশাদ্রব্য বিক্রির প্রমাণ পান বলে তদন্তকরীরা দাবি করেন।

বাংলাদেশ সময় : ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।