বেইজিং: চীনের পূর্বাঞ্চলে ঝেজিয়াং প্রদেশের আওদি গ্রামের বাসিন্দারা চোরের অত্যাচারে অতিষ্ট হয়ে প্রাচীন সম্রাটদের অনুসরণে আরও একটি ‘মহাপ্রাচীর’ (গ্রেটওয়াল) নির্মাণ করেছেন। দেশটির সরকারি গণমাধ্যম মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
অন্য এলাকার চোর ঠেকাতে সাত মিটার উঁচু এবং প্রায় এক মিটার চওড়া গ্রেটওয়ালের আদলে লোহার গেটের একটি দেয়াল তৈরি করা হয়েছে বলে দৈনিক চায়না ডেইলি জানায়।
অতীত ঐতিহ্যের সঙ্গে নতুন প্রযুক্তির মিলন ঘটিয়ে বাসিন্দারা প্রাচীরটি তৈরি করেছেন। গভীর রাতে এই গেটের দুটি দরজাই বন্ধ রাখা হয়। বাসিন্দারা গেটে প্রবেশের জন্য পরিচয়পত্র ব্যবহার করেন।
স্থানীয় একজন বাসিন্দা জানান, গ্রামের বাসিন্দারা তুলনামূলক ধনী। আসবাবপত্র থেকে শুরু করে সব দামি জিনিস ব্যবহার করে। আবার বাড়িতে নগদ অর্থও থাকে বেশি। এ কারণে চোরের দৌড়াত্ম্য বেড়ে যায়। মোবাইল ফোন, কম্পিউটার এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যাচ্ছিল চোরেরা।
ওই গ্রামের ২৭০ বাসিন্দা নিজেরা ৭৫ হাজার মার্কিন ডলার তহবিল সংগ্রহ করে ২০০৭ সালে দেয়ালটির নির্মাণ কাজ শুরু করেন।
খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে চীনের উত্তরাঞ্চলে দস্যুদের লুটতরাজ ঠেকাতেই মহাপ্রাচীরটি নির্মাণ করেছিলেন তৎকালীন সম্রাটেরা।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১১