ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৫০টি মানবাধিকার সংগঠনের বিবৃতি

মোবারককে পদত্যাগ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১১
মোবারককে পদত্যাগ করতে হবে

কায়রো: মিশরের ৫০টি মানবাধিকার সংগঠন মঙ্গলবার একযোগে হোসনি মোবারকের পদত্যাগ চেয়েছে। আটদিন ধরে চলা বিক্ষোভে আরও রক্তপাত এড়াতে সংগঠনগুলো এ আহ্বান জানায়।

খবর এএফপির।

পূর্বপরিকল্পিত ‘লাখো মানুষের মিছিল’ বিবেচনায় রেখে সংগঠনগুলো একটি যৌথ বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট মোবারককে অবশ্যই মিশরের জনগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। একইসঙ্গে আরও রক্তপাত এড়াতে তাকে পদত্যাগ করতে হবে। ’

গত আটদিনে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে ১২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার সহস্রাধিক। অনেক গণমাধ্যম সংখ্যাটা আরও বেশি বলেও জানাচ্ছে। নারী-পুরুষ-শিশু নির্বেশেষে সবাই রাস্তায় রাস্তায় নেমে এসেছে। তাদের দাবি একটি: ‘হোসনি মোবারকের পদত্যাগ চাই। ’

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।