ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর: বিক্ষোভের অষ্টম দিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১১
মিশর: বিক্ষোভের অষ্টম দিন

কায়রো: মিশরে চলমান মোবারক বিরোধী আন্দোলনে বেশ কয়েক লাখ মানুষ যোগ দিয়েছেন। নারী-পুরুষ-শিশুসহ সব ধর্ম-বর্ণের মানুষের পুঞ্জিভূত ক্ষোভ এক বিন্দুতে এসে জড়ো হয়েছে।

খবর এএফপি, বিবিসি, নিউইয়র্ক টাইমসের।

বিক্ষোভকারীরা কায়রোর তাহরির স্কয়ারে মঙ্গলবার সকাল থেকেই জড়ো হওয়া শুরু করেন। তবে এরই মধ্যে শুরু হয়েছে আগে থেকেই আহূত লাখো মানুষের মিছিল (মার্চ অব এ মিলিয়ন)। সংগঠকদের দাবি, মিছিলে অন্তত ১০ লাখ অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের এ মিছিলে আগেই সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী।

বিরোধীরা জানাচ্ছেন, তারা মোবারকের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যাবেন না। এদের নেতা মোহাম্মদ আলবারাদি হুঁশিয়ারি করে জানিয়ে দিয়েছেন, মোবারককে আগামী শুক্রবারের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। আল-অ্যারাবিয়া উপগ্রহ চ্যানেলে এ তথ্য সম্প্রচার করা হয়েছে।

অনেকেই রাতে তাহরির স্কয়ারে কাটিয়েছেন। খোলা আকাশের নিচে ঘাসের ওপর বা তাঁবু টানিয়ে শুয়েছিলেন। সামরিক ট্যাংক বা সেনাবাহিনীর উপস্থিতিতেই তারা বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন।

বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবী ওসামা আল্লাম বলেন, ‘মৃত্যু পর্যন্ত আমি এখানেই থাকব। আমি মারা গেলে আমার পুরো আমাকে গর্ব করবে। ’

আরেকজন বলেন, ‘এই বিপ্লব কোনো রাজনৈতিক দলের না। মুসলিম গ্রুপ বা যে গ্রুপই হোক না কেন তারা সবাই মিশরের মানুষ। ’

আরেকটি ‘লাখো মানুষের মিছিল’ শুরু হয়েছে বন্দরনগরী আলেক্সান্দ্রিয়ায়। এ শহরে সরকার ট্রেন, বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তারপরের মানুষ নেমেছে। তাদের গন্তব্য কায়রো।

আন্দোলনকারী তারেক শাবাসসি বলেন, ‘হয় স্বাধীনতা, না হয় মৃত্যু। আমি এখানে ১০, ২০, ৩০ বছর ধরে অপেক্ষা করতেও রাজি আছি। আমার কাছে মৃত্যু নতুন কোনো অর্থ তৈরি করে না। কারণ আমি গত ৩০ ধরে মৃত। ’

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।