ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কায়রো বিমানবন্দরে শত শত পর্যটকের ভীড়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, ফেব্রুয়ারি ১, ২০১১
কায়রো বিমানবন্দরে শত শত পর্যটকের ভীড়

কায়রো: মিশরের কায়রো বিমানবন্দরে মঙ্গলবার শত শত বিদেশি পর্যটক দেশটি ছেড়ে যাওয়ার জন্য ভিড় করেছেন। প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভের অষ্টম দিনে পর্যটকরা নিজ দেশে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন।



যে সমস্ত যাত্রী বিমানবন্দরে জায়গা করে নিতে পারেননি তারা বাইরে বড় সাদা তাঁবুতে অপেক্ষা করছেন ।

নাতাশা নামের একজন ইংলিশ স্কুল শিক্ষক সন্ধ্যে সাতটার ফাইট ধরার জন্য সকাল আটটায় বিমানবন্দরে এসেছেন। তিনি এএফপিকে বলেন, ‘প্রতিবেশীদের কাছ থেকে আমরা অনেক গুলির কথা শুনেছি । এছাড়া লোকজন বলছে সেনাবাহিনী সাতজন ডাকাতকে গুলি করেছে। ’

নাগোলা (২১) নামের একজন দণি কোরিয়ার শিক্ষার্থী বলেন, ‘আমি এখানে এক সপ্তাহ থাকতে চেয়েছিলাম। কিন্তু আমি এখন আমার দূতাবাসের কথানুযায়ী চলে যাচ্ছি। ’

এদিকে, পারস্য উপসাগরের অনেক দেশ বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় এগিয়ে এসেছে। এছাড়া অনেকে তার দেশের দূতাবাসের দৃষ্টি আকর্ষণের জন্য তার দেশের নাম নিয়ে প্ল্যাকার্ড তুলে ধরছে ।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।