ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরের সেনাবাহিনীর প্রশংসায় ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১
মিশরের সেনাবাহিনীর প্রশংসায় ওবামা

ওয়াশিংটন: লাখ লাখ মানুষকে হোসনি মোবারকের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার মিশরের সেনাবাহিনীর প্রশংসা করেছেন। খবর এএফপির।



মঙ্গলবার প্রেসিডেন্ট মোবারকের ভাষণের প্রতিক্রিয়ায় ওবাম বলেন, ‘মিশরের জনতাকে রক্ষার জন্য আমি দেশটির সেনাবাহিনীর পেশাদারি আচরণের প্রশংসা করছি। ’ ওবামার এ কথা টেলিভিশনে সম্প্রচার করা হয়।

ওবামা বলেন, ‘আমরা সামরিক ট্যাংকের চারপাশে ব্যানার দেখেছি এবং সেনা-বিক্ষোভকারীদের আলিঙ্গন করতে দেখেছি। আর আমি সামরিক বাহিনী উদ্দেশে আহ্বান জানিয়ে বলছি, তারা যেন শান্তিপূর্ণ পরিবর্তনের জন্য তাদের সহায়তা নিশ্চিত করে। ’ একইভাষণে ওবামা মিশরের তরুণ সম্প্রদায়ের প্রশংসা করেন।

গত প্রেসিডেন্ট হোসনি মোবারক বিক্ষোভকারী জনতার উদ্দেশে ঘোষণা দেন, তিনি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না। তবে বিক্ষোভকারীরা তার এ বক্তব্য নাকচ করে জানিয়েছে, মোবারককে এখনই পদত্যাগ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।