কায়রো: মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক তার ভাষণে আগামী নির্বাচনে আর না দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও তা নাকচ করে বিক্ষোভকারীরা তার এখনই পদত্যাগ দাবি করেছেন। খবর বিবিসি ও এএফপির।
মোবারক তার ভাষণে সংবিধান সংশোধনেরও প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র তার ভাষণের প্রতিক্রিয়ায় জানিয়েছে, এটা যথেষ্ট নয়।
মিশরে হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে হজার হাজার মানুষ অংশ নিচ্ছে। বিক্ষোভের কেন্দ্রবিন্দু তাহরির স্কয়ারে মোবারকের ভাষণ একটি বড় পর্দার মাধ্যমে দেখানো হয়। ভাষণ চলাকালে বিক্ষোভকারীরা নিরব হয়ে গেলেও ভাষণ শেষ হওয়া মাত্রই তারা আবার উত্তেজিত হয়ে উঠে এবং স্লোগান দিতে থাকে ‘আমরা যাব না, মোবারককে যেতে হবে। ’
একজন বিক্ষোভকারী অবিশ্বাসের ভঙ্গিতে মাথায় হাত দিয়ে বলেন, ‘কি? তিনি (মোবারক) এখনও যাচ্ছেন না?’
অপর একজন একটি মেগাফোনের সাহায্যে বলেন, ‘প্রেসিডেন্ট ভীষণ জেদি, তবে আমরা তার চেয়েও একগুঁয়ে। আমরা এই স্কয়ার থেকে যাব না। ’
এদিকে, মোবারকের ভাষণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা বলেছেন মিশরের এই পরিস্থিতে যুক্তরাষ্ট্র কোনো সাহায্য করতে পারলে খুশি হবে।
কিন্তু মোবারকের বিরোধী নেতা মোহাম্মাদ আলআরাদি মোবারকের চলে যাওয়ার প্রতিশ্রুতিকে নাকচ করে বলেছেন এটি তার ‘ক্ষমতা ধরে রাখার একটি কৌশল। ’
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১১