ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের তিন বছরের এক ছেলেশিশু হতবুদ্ধি করে দিয়েছে চিকিৎসকদের। কারণ ছেলেটি বর্তমানে প্রায় মস্তিষ্কশূন্য অবস্থায় বেঁচে রয়েছে।
তবে পুরো মস্তিষ্ক নয় বরং তার মস্তিষ্কের সেরিবেলাম নামের একটি অংশ নেই। আর এ অংশটিই মূলত স্নায়ুতে গতিসঞ্চার, ভারসাম্য নিয়ন্ত্রণ, সমন্বয় এবং মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করে থাকে।
শিশুটির নাম চেজ ব্রিটন। এ অবস্থা তার চিকিৎসকদের যতো না হতবুদ্ধি করেছে তার থেকেও অনেক বেশি দ্বিধায় ফেলে দিয়েছে। গর্ভাবস্থায় পাওয়া আলট্রাসাউন্ড ছবিতেও এ বিষয়টি ধরা পড়ে বলে চেজের মা হেদার জানান।
ওয়াশিংটন ডিসির চিলড্রেন্স ন্যাশনাল মেডিক্যাল সেন্টারের ফেটাল অ্যান্ড ট্রানজিশনাল মেডিসিন বিভাগের প্রধান ড আদ্রে দু প্লেসিসের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, ‘উভয়সংকাটবস্থার এটি অন্যতম প্রধান কারণ। কেননা যদি তার মস্কিষ্কে একটি সেরিবেলাম থেকেই থাকে তাহলে সেটা কোথায় আছে?’
এছাড়া চেজি জন্মান্ধ এবং তার মস্তিষ্কে ‘পনস’ নামে এমন একটি অংশেরও ঘাটতি আছে যা মূলত মানব দেহের ঘুম ও শ্বাস নেওয়ার মতো কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে।
তবে চেসির এ সমস্যা বংশানুক্রমিক অস্বাভাবিকতা না গর্ভাস্থায় পাওয়া কোনো আঘাতের ফলাফল কি না চিকিৎসকরা তা নিশ্চিত করে বলতে পারেননি।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১