কায়রো: মিশরের নতুন সেনা শাসকরা রোববার দেশটির সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের ক্ষমতাসীন দলের কর্তৃত্ববাদী সংসদ বিলুপ্ত করেছে। একইসঙ্গে সংবিধানও স্থগিত করা হয়েছে।
মিশরে সংঘটিত গণবিক্ষোভে মোবারকের উৎখাতের দুদিন পর সেনা শাসকরা এ সিদ্বান্ত নিলেন।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে একইসঙ্গে সংবিধান স্থগিত করা হয় এবং দেশে নতুন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও নির্বাচন অনুষ্ঠানের জন্য ছয় মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলেও জানানো হয়।
নির্বাচনের আগ পর্যন্ত আগামী ছয় মাস মিশরের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবে দেশটির সেনাবাহিনীর সুপ্রিম কাউন্সিল। এ সময়ের মধ্যে তাদের হাতে আইনপ্রণয়নের ক্ষমতাও দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১