ঢাকা: স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে আন্তর্জাতিক সংগঠনে যোগ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখায় ফিলিস্তিনের বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে ইসরায়েল। তেলআবিব জানিয়েছে, শান্তি আলোচনার ‘শর্ত লঙ্ঘন’ করায় চতুর্থ ধাপে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
ইসরায়েল সরকারের আইনমন্ত্রী ও সরকারের প্রধান মধ্যস্থতাকারী জিপি লিভনি’র মুখপাত্র বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, ইসরায়েল সরকার যখন ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে একটি চুক্তি সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছে, তখন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ১৫টি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত হতে পত্রে স্বাক্ষর করেছেন।
তবে মাহমুদ আব্বাস বলছেন, তাদের এই পদক্ষেপ ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে ইসরায়েলের ব্যর্থতারই জবাব।
চলতি এপ্রিল পর্যন্ত ফিলিস্তিন জাতিসংঘের কোনো সংস্থার সদস্য হওয়ার চেষ্টা করবে না মর্মে তাদের ১০৪ জন বিশেষ বন্দিকে কয়েক ধাপে মুক্তি দেওয়ার অঙ্গীকার করে ইসরায়েল।
সম্প্রতি পশ্চিমাদের মধ্যস্থতায় এ শান্তি প্রক্রিয়ার ফল দৃশ্যমান হতে থাকলেও গত সপ্তাহের শেষ দিকে ফিলিস্তিনের সর্বশেষ ২৬ বন্দিকে মুক্তি দিতে অস্বীকৃতি জানায় ইসরায়েল। আর এরই জবাবে জাতিসংঘভুক্ত আন্তর্জাতিক সংস্থায় যুক্ত হতে প্রচেষ্টা শুরু করেছে ফিলিস্তিন। তাদের এই প্রচেষ্টাকে স্বাধীনতা লাভের চেষ্টা হিসেবেই দেখছে তেলআবিব।
আল জাজিরার জেরুজালেম প্রতিনিধি স্টেফানি দেকার জানান, এ অঞ্চলে এখন যেন ‘টেবিল-টেনিস খেলা’ চলছে। ইসরায়েলি আইনমন্ত্রী বলেছেন, ফিলিস্তিন যদি জাতিসংঘে যায়, তবে তারা (ইসরায়েল) ফিলিস্তিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪