ঢাকা: দক্ষিণ কোরিয়ার ফেরিডুবির নিন্দা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন হাই বলেছেন, ‘এটি হত্যাকাণ্ডের সমতুল্য। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ফেরির ক্যাপ্টেনসহ অন্যান্য ক্রুদের ফৌজদারি ও দেওয়ানি আদালতে বিচারের আওতায় আনার ঘোষণাও দিয়েছেন তিনি।
ফেরি ডুবির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখোমুখি হওয়ার পর এমন ঘোষণা দিলেন তিনি।
সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, এখন পর্যন্ত ৬৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ২৩৮ জন আরোহী। তাদের মধ্যে বেশির ভাগই মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী। এদের উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা,এপ্রিল ২১,২০১৪