ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে শিখ বিক্ষোভকারীদের ওপর পুলিশের জলকামান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
দিল্লিতে শিখ বিক্ষোভকারীদের ওপর পুলিশের জলকামান ছবি: সংগৃহীত

ঢাকা: শিখ বিরোধী অভিযানে কংগ্রেস নেতা জগদীশ টাইটলারের হাত নেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিখ বিক্ষোভকারীরা।

সোমবার দুপুরে তারা দিল্লিতে কংগ্রেসের অফিসের সামনে অবস্থান করেন ও বিক্ষোভ প্রদর্শন করেন।

এসময় তারা অমরিন্দর সিংয়ের শাস্তির দ‍াবি করেন।

১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের অব্যবহিতের পর দিল্লি ও অন্যান্য শহরে শিখ-বিরোধী অভিযানে কংগ্রেস নেতা জগদীশ টাইটলারের হাত থাকার অভিযোগ ওঠে।

এদিকে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা ব্যারিকেডের ওপর ওঠে বিভিন্ন স্লোগান দেয় ও হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রর্দশন করে।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, শিখ বিরোধী অভিযানে কংগ্রেস নেতা জগদীশ টাইটলারের হাত নেই। এমন বক্তব্যের প্রতিবাদে শিখ বিক্ষোভকারীরা আন্দোলন শুরু করেন।

এর আগে গত বছর দিল্লির একটি আদালত সিবিআইকে জগদীশ টাইটলারের বিষয়ে আনিত অভিযোগ পুনরায তদন্তের নির্দেশ দেয়।

১৯৮৪ সালের ৩১শে অক্টোবর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দিল্লি ও উত্তর ভারতের কয়েকটি শহরে শিখ-বিরোধী অভিযান শুরু হয়। ওই ঘটনায় শিখ সম্প্রদায়ের প্রায় চার হাজার মানুষ নিহত হন।

বিভিন্ন স্তরে ওই দাঙ্গায় প্ররোচনা দিয়েছিলেন বলে যেসব কংগ্রেস নেতার নাম উঠে আসে তার মধ্যে অন্যতম কংগ্রেস নেতা এবং কংগ্রেস সরকারের এককালীন কেন্দ্রীয় মন্ত্রী জগদীশ টাইটলার।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।