ঢাকা: সম্প্রতি সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মীরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার অবস্থা বর্তমানে আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হামিদ মীর বর্তমানে পাকিস্তানের আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার তার সফল অস্ত্রোপচার হয়।
হামিদ মীর এখন অনেকটাই সুস্থ বলে দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছেন হামিদ মীরের ছোট ভাই ফয়সাল মীর। তিনি এখন উঠে বসতে পারছেন এবং কথা বলছেন বলেও জানান তিনি।
শনিবার বিকেল সাড়ে ৫ টায় পাকিস্তানের বন্দর নগরী করাচির ফয়সাল সেনানিবাস এলাকায় হামিদ মীরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এয়ারপোর্ট থেকে জিও টিভিতে নিজের কার্যালয়ে যাওয়ার সময় হামিদ মীরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। তার শরীরে তিনটি গুলি লাগে। তবে কারা হামিদ মীরের ওপর হামলা চালিয়েছে তা এখনও অস্পষ্ট।
এর আগেও ২০১২ সালে হামিদ মীরকে লক্ষ্য করে হত্যা প্রচেষ্টা চালায় সন্ত্রাসীরা।
উপমহাদেশের বিভিন্ন গণমাধ্যমে উর্দু, হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায় বিশ্লেষণধর্মী প্রতিবেদন লিখে বেশ জনপ্রিয়তা পান হামিদ মীর। জিও টেলিভিশনে তার টক শো পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪