ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৩, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪
পাকিস্তানে বোমা হামলায় নিহত ৩, আহত ৩০

ঢাকা: পাকিস্তানের চরসাদ্দার টেহসিল বাজারে ফারুক আজম ঘাঁটির কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের চালানো বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও ৩০ জন।



মঙ্গলবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের পেশোয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরসাদ্দা পুলিশ কন্ট্রোল রুম হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানায়, টেহসিল বাজারের কাছাকাছি নওশেহরা সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

চরসাদ্দার ‍ডিস্ট্রিক্ট পুলিশ অফিসার সফি উল্লাহ খান জানান, পুলিশের টহল গাড়ি লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
এখন পর্যন্ত কোনো পক্ষ হামলায় দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২২,২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।