ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফেরি ডুবি

ক্রু নয় সাহায্যের জন্য প্রথম বার্তা পাঠায় এক ছেলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪
ক্রু নয় সাহায্যের জন্য প্রথম বার্তা পাঠায় এক ছেলে

ঢাকা: ইনচিয়ন থেকে পূর্বাঞ্চলীয় পর্যটন দ্বীপ জেজুতে যাওয়ার সময় ডুবে যাওয়া দক্ষিণ কোরীয় ফেরি থেকে এক ছেলে উদ্ধারের জন্য প্রথম বার্তা পাঠিয়েছিল বলে কোস্টগার্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

সংবাদ মাধ্যম জানায়, ছেলেটি দক্ষিণ কোরিয়ার জরুরি উদ্ধার নম্বরে ফোন করে বলে, ‘হেল্প আস, দ্যা বোট ইজ সিঙ্কিং’।

তবে ওই ছেলেটির ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।

ডুবে যাওয়া ফেরি থেকে কোনো ক্রুর নৌ কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়ে পাঠানো বার্তার আনুমানিক তিন মিনিট আগে ছেলেটি সাহায্য চেয়ে এ বার্তা পাঠায়।

এর আগে বলা হয়, বিপদ বুঝতে পেরে ফেরি থেকে কোনো ক্রু উদ্ধারের জন্য প্রথম বার্তা পাঠায়।

ফেরি ডুবির ঘটনায় সর্বশেষ ১০৩ জনের প্রাণহানির খবর জানিয়েছে দেশটির সরকার। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১৮৯ জন।

উদ্ধার অভিযানের তৃতীয় দিন শুক্রবার আট সদস্যের একটি ডুবুরি দল ফেরির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। ভেতরে কেউ জীবিত রয়েছেন কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা।
 
দক্ষিণ কোরিয়ার একটি টেলিভিশন চ্যানেল জানায়, ডুবুরিরা ডুবে যাওয়া ফেরিটির ডাইনিং হল ও ক্যাফেটেরিয়ায় তল্লাশি চালাচ্ছেন। ফেরিটি সমুদ্রের গভীরে প্রায় ২৫ কিলোমিটার নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন ডুবুরিরা।

এদিকে, নিখোঁজ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা এ মর্মান্তিক ‍দুর্ঘটনার জন্য ফেরির ক্যাপ্টেনকেই দায়ী করেছেন ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ডুবে যাওয়ার আগে ফেরির ক্যাপ্টেন ও কয়েকজন  ক্রু ফেরি থেকে নেমে যান। এছাড়া, ডুবে যাওয়ার সময় ফেরির চালকের আসনে তৃতীয় পর্যায়ের একজন নবীশ ক্যাপ্টেন ছিলেন বলেও জানা যায়।

তবে ডুবে যাওয়ার পেছনে ফেরির ত্রুটিপূর্ণ অবস্থা বা ক্রুদের কোনো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

অপরদিকে, ফেরিডুবির নিন্দা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন হাই বলেন, এটি হত্যাকাণ্ডের সমতুল্য।

একইসঙ্গে এ ঘটনায় জড়িত ফেরির ক্যাপ্টেনসহ অন্য ক্রুদের ফৌজদারি ও দেওয়ানি আদালতে বিচারের আওতায় আনার ঘোষণাও দিয়েছেন তিনি।

ফেরি ডুবির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখোমুখি হওয়ার পর সোমবার এমন ঘোষণা দেন তিনি।

গত বুধবার ইনচিয়ন থেকে পূর্বাঞ্চলীয় পর্যটন দ্বীপ জেজুতে যাওয়ার সময় ৪৭০ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। যাত্রীদের ৩২৫ জনই ছিল স্কুল শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।