ঢাকা: দেশের পূর্বাঞ্চলে আবারও সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ওলেক্সজ্যান্ডার তুর্চিনভ।
পূর্বাঞ্চল থেকে ইউক্রেনের স্থানীয় এক রাজনীতিকের লাশ উদ্ধারের পর রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত অঞ্চলে পুনরায় অভিযানের এ নির্দেশ দিয়েছেন তিনি।
লাশ উদ্ধারের আগে ওই রাজনীতিককে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা অপহরণ করে বলে অভিযোগ সরকারের।
প্রেসিডেন্ট তুর্চিনভ বলেন, স্লোভিয়ানস্ক শহরের কাছে তার লাশ পাওয়া গেছে। নিহত রাজনীতিকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা চরম নির্যাতন করে তাকে হত্যা করেছে।
তিনি বলেন, পূর্ব ইউক্রেনের জনগণকে ‘সন্ত্রাসে’র হাত থেকে রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে।
পূর্বাঞ্চলে সহিংসতা ও অস্থিতিশীলতার জন্য রাশিয়াকে দায়ী করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিচ্ছে মস্কো-ই।
যদিও ইউক্রেন সরকার ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে রাশিয়া।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪