ঢাকা: ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) দেশের সামাজিক শান্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী তনয়া প্রিয়াংকা।
বুধবার মা সোনিয়ার পক্ষে তার সংসদীয় আসন উত্তর প্রদেশের রায় বারেলিতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রিয়াংকা এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিজেপি বিভেদের রাজনীতি করে, তারা ভারতের সামাজিক শান্তির জন্য হুমকি। এটা ভবিষ্যতের জন্য শুভ নয়। এই দল দিয়ে ভারতের কোটি মানুষের উন্নতি সম্ভব নয়।
তিনি মোদিকে উদ্দেশ্য করে বলেন, বিজেপি আর তাদের দলের নেতা নরেন্দ্র মোদিকেই সিদ্ধান্ত নিতে হবে তারা মানুষের পক্ষে নাকি সাম্প্রদায়িকতা ছড়ানোর পক্ষে কাজ করবেন।
প্রিয়াংকা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিজেপির দৃষ্টি ঘৃণা ও মিথ্যাচারের মেঘে ঢাকা। তাদের আদর্শ বিভেদ সৃষ্টি ও একনায়কতান্ত্রিক। এটা আমাদের ভারতীয় জাতীয়তাকে ধ্বংস করবে।
চলমান লোকসভা নির্বাচনে দেশবাসীকে দেশপ্রেমিক রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪