ঢাকা: সমঝোতা চুক্তিতে পৌঁছেছে ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বী দুই দল হামাস ও ফাতাহ।
বুধবার গাজায় দু’পক্ষের বিশেষ সমঝোতা বৈঠকের পর এ চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়।
বৈঠকের পর হামাসের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া সাংবাদিকদের উৎফুল্ল কণ্ঠে বলেন, বিভক্তির যুগ শেষ হছে। এখন সময় এগিয়ে যাওয়ার।
২০০৭ সালে স্বাধীনতাকামী ফিলিস্তিনের দুই প্রধান দলের বিভক্তির পর ফের সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেওয়া হলো।
জোট সরকার গঠনে আগামী সপ্তাহগুলোতে সমঝোতা সংলাপ শুরু করতেও একমত হয়েছে তারা।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ ও ইসরায়েলের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর খালেদ মিশালের নেতৃত্বাধীন হামাসের সঙ্গে এ সমঝোতার খবর এলো।
তবে এবারই প্রথম ফাতাহ ও হামাসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়নি। এর আগেও তারা একীভূত হয়ে ফিলিস্তিন পরিচালনায় চুক্তি করেছিল, তবে কার্যকর হয়নি।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪