ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম প্রান্তিকে ব্যাপক মুনাফা ফেসবুকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
প্রথম প্রান্তিকে ব্যাপক মুনাফা ফেসবুকের

ঢাকা: চলতি বছরের প্রথম প্রান্তিকে ৬৪ দশমিক ২ কোটি ডলার মুনাফা করেছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসুবক। যা বিশ্লেষকদের আশার চেয়েও বেশি।



মোবাইল বিজ্ঞাপন বৃদ্ধিই মুনাফা বৃদ্ধির মূল কারণ বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ।

চলতি বছরের প্রথম প্রান্তিকে মোবাইল বিজ্ঞাপনে ফেসবুকের মুনাফা বৃদ্ধি পেয়েছে ৫৯ শতাংশ। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩০ শতাংশ।   

এ বিষয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, ফেসবুকের ব্যবসা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ও শক্তিশালী হচ্ছে। বছরটি আমরা বেশ ভালোভাবে শুরু করতে পেরেছি।

বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১২৮ কোটি, যার মধ্যে একশ’ কোটিই মোবাইল হ্যান্ডসেটে ফেসবুক ব্যবহার করে থাকেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।