ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ ‘ছিনতাই’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, এপ্রিল ২৫, ২০১৪
অস্ট্রেলিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ ‘ছিনতাই’

ঢাকা: অস্ট্রেলিয়ার ভার্জিন ব্লু এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ‘ছিনতাই’ করা হয়েছে। উড়োজাহাজটিকে ইন্দোনেশিয়ার বালি বিমানবন্দরে অবতরণে বাধ্য করা হয়েছে।



ইন্দোনেশিয়ার মেট্রো টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার দুপুরে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে ছেড়ে আসা উড়োজাহাজটিকে বালির এনগুরাহ রায় বিমান‍বন্দরে অবতরণে বাধ্য করা হয়েছে।

তবে, এ ছিনতাইয়ের সঙ্গে কারা জড়িত এবং উড়োজাহাজটির যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি।

উড়োজাহাজটিকে ছিনতাই করার বিষয়টি মেট্রো টিভিকে নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ান এয়ার ফোর্স ইনফরমেশন বিভাগের প্রধান ফার্স্ট মার্শাল (মার্সমা) টিএনআই হাদী জাহজান্তো।

উড়োজাহাজটি বর্তমানে এনগুরাহ রায় বিমানবন্দরেই রয়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।