ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপিতে যোগ দিলেন মনমোহনের ভাই দালজিৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪
বিজেপিতে যোগ দিলেন মনমোহনের ভাই দালজিৎ

ঢাকা: ‘মোদি ঢেউ’ মিডিয়ার সৃষ্টি বলে এতে মাথা না ঘামানোর কথা বলে এলেও ভারতের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কংগ্রেস নেতা ড. মনমোহন সিংয়ের ভাই-ই সেই ‘মোদি ঢেউ’য়ে ভেসে গেলেন।

অমৃতসরের প্রভাবশালী রাজনীতিক মনমোহনের ভাই (কাজিন) দালজিৎ সিং কোহলিকে নিজের দলে বাগিয়ে নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি।

শুক্রবার রাতে অমৃতসরে আয়োজিত এক সমাবেশে মোদির হাতে ফুলের তোড়া দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন দালজিৎ সিং। আর তাকে নিজের দলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চলমান নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ও গুজরাটের মুখ্যমন্ত্রী মোদি।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, শুক্রবার রাতে লোকসভা নির্বাচনের প্রচারণায় অমৃতসরে প্রচারণা সমাবেশের আয়োজন করা হয়। এ আসনে লড়ছেন রাজ্যসভার বিরোধী দলীয় নেতা অরুণ জেটলি।

বিজেপি-শিরোমণি আকলি দলের (শাদ) যৌথ আয়োজনে সমাবেশের শুরু হলে মঞ্চে মোদির সঙ্গে পাশাপাশি বসেন দালজিৎ। এরপর উপস্থাপকের ঘোষণায় মোদির হাতে ফুলের তোড়া দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা দেন মনমোহনের ভাই।

দালজিৎকে নিজের দলে স্বাগত জানিয়ে মোদি বলেন, ড. মনমোহনের ভাই বিজেপিতে যোগ দিয়েছেন এবং এতে আমাদের শক্তি আরও বাড়বে। আমি তাকে বিজেপিতে স্বাগত জানাই। এটা কেবল দলের সদস্যভুক্তির ব্যাপারই নয়, সম্পর্ক গড়ে তোলার ব্যাপারও। আমরা অনেক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবো। বিজেপিকে বিজয়ীর আসনে চড়াবো।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।