ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে সাংবাদিককে কারাদণ্ড ও বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪
সৌদিতে সাংবাদিককে কারাদণ্ড ও বেত্রাঘাত

সৌদি আরবে এক ক্রিড়া সাংবাদিককে তিনমাসের কারাদণ্ড ও টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা, ৫০ বেত্রাঘাতসহ আর্থিক জরিমানা করা হয়েছে। টুইটারে সৌদির দুটি ফুটবল ক্লাবের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তাকে এ সাজা দেওয়া হয়।


 
রিয়াদের একটি আদালত শুক্রবার এ রায় প্রদান করেন। দণ্ডিত ওই সাংবাদিকের নাম মোহাম্মদ শানওয়ান আল-ইনিজি।

আল-হিলালি ও আল শাবাব ক্লাবের বিরুদ্ধে টুইটারে সরব ছিলেন তিনি। টুইটারে আল ইনিজি বলেন, আল শাবাব ক্লাবে দুর্নীতি এবং জালিয়াতি হচ্ছে।

এটি দেখে আল-শাবাব প্রেসিডেন্ট খালিদ আল-বাল্টন তার মানহানির মামলা করেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।