সৌদি আরবে এক ক্রিড়া সাংবাদিককে তিনমাসের কারাদণ্ড ও টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা, ৫০ বেত্রাঘাতসহ আর্থিক জরিমানা করা হয়েছে। টুইটারে সৌদির দুটি ফুটবল ক্লাবের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তাকে এ সাজা দেওয়া হয়।
রিয়াদের একটি আদালত শুক্রবার এ রায় প্রদান করেন। দণ্ডিত ওই সাংবাদিকের নাম মোহাম্মদ শানওয়ান আল-ইনিজি।
আল-হিলালি ও আল শাবাব ক্লাবের বিরুদ্ধে টুইটারে সরব ছিলেন তিনি। টুইটারে আল ইনিজি বলেন, আল শাবাব ক্লাবে দুর্নীতি এবং জালিয়াতি হচ্ছে।
এটি দেখে আল-শাবাব প্রেসিডেন্ট খালিদ আল-বাল্টন তার মানহানির মামলা করেন।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪