ঢাকা: যুক্তরাষ্ট্রের আরকানসাস ও ওকলাহোমায় টর্নেডোর ভয়াবহ তাণ্ডবে অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।
স্থানীয় সময় রোববার দেশটির কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য দু’টিতে টর্নেডো এ তাণ্ডব চালায়।
আরকানসাসের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে রোববার টর্নেডোয় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ওকলাহোমার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টর্নেডোয় সেখানে আরও একজন মারা গেছে।
আরকানসাসের প্রশাসনিক কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে পাঁচজন ফাকনার, পাঁচজন পুলাস্কি ও একজনের মৃত্যু হয়েছে হোয়াইট কাউন্টিতে। প্রায় অর্ধমাইল প্রশস্ত টর্নেডোর তাণ্ডবে রাজ্যের গাছ-পালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে রাস্তার ওপর। রাজ্যের মধ্যাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ঠিক দুই ঘণ্টা আগেই অকলাহোমার মধ্য-দক্ষিণাঞ্চলে আঘাত হানে একটি টর্নেডো। এতে কানসাস ও মিসৌরী অঙ্গরাজ্যের সীমান্তবর্তী ওকলাহোমার কুয়াপাও শহরে একজনের মৃত্যু এবং আরও ছয় জন আহত হয়।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪