ঢাকা:চলমান লোকসভা নির্বাচনে জয়ী হলে ১৬ মে’র পর থেকে ভারতে অনুপ্রবেশকারী সকল বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি।
রোববার রাতে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে আয়োজিত এক নির্বাচনী সভায় ভাষণ দানকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ‘ভোট-ব্যাংক রাজনীতি’র চর্চা করেন অভিযোগ তুলে মোদি বলেন, তিনি বিহার ও উড়িষ্যা থেকে আগতদের ‘বহিরাগত’ আখ্যা দেন, অথচ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বাগত জানান।
মমতার উদ্দেশে মোদি বলেন, উড়িষ্যা ও বিহার থেকে আগতরা আপনার কাছে ‘বহিরাগত’ আর বাংলাদেশিদের আগমণে আপনাকে সন্তুষ্ট দেখা হয়। এটা ঘৃণ্য রাজনীতি।
ভোট-ব্যাংক রাজনীতির পথ রুদ্ধ করে দেওয়া হবে উল্লেখ করে তিনি জনতার উদ্দেশে বলেন, ১৬ মের পর সকল বাংলাদেশি অনুপ্রেবশকারীকে তাদের তল্পিতল্পাসহ ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
এছাড়া, সারদা আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তৃণমূল কংগ্রেস ও তার নেত্রী মমতা ব্যানার্জি জড়িত বলে অভিযোগ করে মোদি জানান, তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে এ দুর্নীতিতে জড়িতদের বিচারের মুখোমুখি করবেন।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪