ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে ব্রাদারহুড প্রধানসহ ৬৮৩ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, এপ্রিল ২৮, ২০১৪
মিশরে ব্রাদারহুড প্রধানসহ ৬৮৩ জনের মৃত্যুদণ্ড

ঢাকা: মিশরের মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ প্রধান মোহাম্মদ বাদিই সহ সংগঠনটির ৬৮৩ জন নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই আদালত পৃথক মামলায় গত মার্চে ৫২৯ জনকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনার শুনানির পর ৩৭ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকি ৪৯২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।



সোমবার নিষিদ্ধঘোষিত সংগঠন ব্রাদারহুডের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা কয়েকটি রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি শেষে বিশেষ আদালত এ রায় দেন।

সেনাঅভ্যুত্থানে ব্রাদারহুডসমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর গত বছরের ১৪ আগস্ট কায়রোতে বিক্ষোভ চলাকালে হাজারোধিক প্রাণহানির ঘটনায় দায়ের করা কয়েকটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হলো।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সোমবার জানিয়েছে, মামলার শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা আদালত বর্জন করে এবং বিচারপতিকে ‘কসাই’ বলে আখ্যা দেয়।

এ মামলার বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কিছু মানবাধিকার সংগঠন।

তবে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে, রাষ্ট্রদ্রোহীদের উপযুক্ত শাস্তি দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।