ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আবারও উত্তপ্ত তিউনিশিয়া, সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, ফেব্রুয়ারি ৬, ২০১১

তিউনিশ: তিউনিশিয়ায় নতুন করে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে শনিবার দুইজন নিহত হয়েছে।

অংশগ্রহণকারী এবং প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছে।

শতশত বিক্ষোভকারী রাস্তায় শহরের পুলিশ প্রধান খালেদ ঘাঝৌনির অপসারনের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীরা পুলিশ স্টেশন জ্বালিয়ে দিতে চাইলে পুলিশ বাধা দেয় এবং গুলিবর্ষণ করলে কমপক্ষে ২ জন বিক্ষোভকারী নিহত হন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা টি এ পি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, ঘাঝৌনি এক বিক্ষোভকারীকে চড় দিলে, তিনি বিক্ষোভকারীদের তোপের মুখে পরেন।

উল্লেখ্য, তিউনিশিয়ায় গত ১৪ জানুয়ারি জনগণের ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘ ২৩ বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বেন আলী ক্ষমতা এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।