ঢাকা: ইরাকে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
সোমবার জাতীয় নির্বাচনের প্রক্কালে একটি রাজনৈতিক দল, পুলিশ ও সেনাদলের র্যালিতে বোমা হামলা চালানো হয়।
এ ছাড়া এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন।
ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর খানাকিনে কুর্দিশদের জমায়েতে আত্মঘাতী হামলা চালানো হয়।
কুর্দিশ সম্প্রদায়ভুক্ত ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানিকে তখন টেলিভিশনে দেখানো হচ্ছিল। তিনি বর্তমানে জার্মানিতে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকেই তিনি ভোট দিয়েছেন।
ঘটনার বিষয়ে এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, কুর্দিদের রাজনৈতিক দল ইউনিয়ন অব কুর্দিস্তানের সদর দফতরের কাছে জমায়েতের মধ্যে আত্মঘাতী বোমা হামলা চালান। এতে ৫০ জন নিহত হয় ও তাকেও মৃত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা জানান, সাধারণত সুন্নি মুসলিম জঙ্গিরা পুলিশ কিংবা সেনাবাহিনীর পোশাক পরে আত্মঘাতী হামলা চালায়।
এদিকে, বুধবার ইরাকে জাতীয় নির্বাচন উপলক্ষে কারফিউ জারি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪