ঢাকা : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভি ফিল্লাই বলেছেন, দক্ষিণ সুদানে বেসামরিক লোকদের ওপর ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।
মঙ্গলবার দক্ষিণ সুদানের রাজধানীতে এক সফরে গিয়ে তিনি এ কথা বলেন।
সুদানের বেন্তুয়া শহরে বিদ্রোহীরা কয়েক হাজার বেসামরিক লোককে হত্যা করার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করার পরই তিনি এ সফর করলেন।
এদিকে গতকাল সোমবার আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা দক্ষিণ সুদানের বিদ্রোহী নেতার সঙ্গে প্রেসিডেন্ট সিলভা কিরকে সমঝোতা করে গণহত্যা বন্ধ করার আহবান জানিয়েছে।
তারা বলেছেন, বিদ্রোহীদের নেতার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে গণহত্যা ও সংঘাত বন্ধ করা যেতে পারে।
বাংলাদেশ সময় : ১৫৩৭ ঘন্টা, এপ্রিল ২৯, ২০১৪