ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গায়ে আগুন দিয়ে রাজনীতিককে জড়িয়ে ধরলেন দর্শক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
গায়ে আগুন দিয়ে রাজনীতিককে জড়িয়ে ধরলেন দর্শক ছবি: সংগৃহীত

ঢাকা: লোকসভা নির্বাচন নিয়ে লাইভ টিভি শো চলছে। হঠাৎ দর্শকদের ভেতর থেকে একজন সামনে এগিয়ে আসলেন।

পেট্রোল ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন। তারপর দ্রুতই ছুটে গিয়ে স্টেজে বসে থাকা এক রাজনীতিককে জড়িয়ে ধরলেন। ফলাফল আগুনে পুড়ে দু’জনই হাসপাতালে ভর্তি। এমনই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে টেলিভিশন বিতর্ক অনুষ্ঠান শেষ করতে হয়েছে ভারতের উত্তর প্রদেশে।

এনডিটিভির খবরে বলা হয়, সোমবার উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ১৬০ কি.মি দূরে সুলতানপুরের একটি পার্কে এ ঘটনা ঘটে। ন্যাশনাল টিভি চ্যানেল দূরদর্শন এর জন্য টিভি শো চলছিল।

পুলিশ জানায়, টিভি শোর জন্য সেখানে প্রায় দেড়শ’র মতো দর্শক জড়ো হয়েছিল। এরমধ্যে অজ্ঞাত একজন পেট্রোল ঢেলে নিজ শরীরে আগুন ধরিয়ে দেয়। তারপর হঠাৎ মঞ্চে এসে মায়াবতীর দল বহুজন সমাজ পার্টির (বিএসপি) এক স্থানীয় নেতাকে জড়িয়ে ধরেন। মুমূর্ষু অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুনে দর্শকের শরীরের ৯৫ ভাগ ও রাজনীতিক কামরুজ্জামান ফউজির ৭৫ ভাগ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।