ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মস্কোর বিমানবন্দরে হামলায় চেচেন বিদ্রোহীর দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, ফেব্রুয়ারি ৮, ২০১১
মস্কোর বিমানবন্দরে হামলায় চেচেন বিদ্রোহীর দায় স্বীকার

মস্কো: চেচেনের প্রধান বিদ্রোহী নেতা দোকু উমারভ মস্কোর বিমানবন্দরে বোমা হামলার দায় স্বীকার করেছেন। চলতি বছরের শুরুতে এই নেতা ২০১১ সালকে ’রক্ত এবং অশ্রুর’ বছর হিসেবে ঘোষণা করেন।



গত মাসের ২৪ জানুয়ারি মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে বোমা হামলার ঘটনার প্রেক্ষিতে সোমবার তিনি একটি ভিডিও বার্তায় জানান, ‘আমার নির্দেশেই এই হামলা করা হয়েছে। ’

দোমোদেদোভোতে সেই আত্মঘাতী বোমা হামলায় ৩৬ জন নিহত এবং বহু মানুষ আহত হন।

উমারভ বলেন, তিনি আল্লাহর নাম নিয়ে উত্তর ককেশাসে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই হামলা করেছেন।

তিনি বলেন, রাশিয়ার ‘অপরাধের’ প্রতিশোধ নেওয়ার জন্য বিদেশিদের হত্যার উদ্দেশ্যেই তিনি এই বিস্ফোরণ ঘটিয়েছেন।

উত্তর ককেশাসে জঙ্গিদের বিরুদ্ধে বামপন্থীদের অভিযান দীর্ঘ সময় ধরে সমালোচিত হয়ে আসছে। দেশটির কর্তৃপক্ষের বিশেষ অভিযান বলে পরিচিত এই অভিযানে সন্দেহভাজন নাগরিকদের সঙ্গে নির্মম আচরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।