ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

প্রথমবারের মতো আলোচনায় দুই কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, ফেব্রুয়ারি ৮, ২০১১
প্রথমবারের মতো আলোচনায় দুই কোরিয়া

সিউল: দক্ষিণ কোরিয়ার সীমান্তে উত্তর কোরিয়ার হামলার পর প্রথমবারের মতো অলোচনায় বসছে দুই কোরিয়া। মঙ্গলবার সকাল থেকে তারা তাদের এই আলোচনা শুরু করে।

সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

প্রতিরক্ষা মন্ত্রণালের একজন মুখপাত্র এএফপিকে বলেন, মঙ্গলবার সকাল ১০টা অর্থাৎ আন্তর্জাতিক সময় ১টা থেকে এই সামরিক পর্যায়ে আলোচনা শুরু হবে।

রুদ্ধদ্বার এই আলোচনায় মূলত দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকের দিন নির্ধারণ করা হবে।

কিন্তু দক্ষিণ কোরিয়া একে দুই দেশের মধ্যে কয়েকমাস ব্যাপী চলমান সহিংসতা রোধে তার প্রতিবেশী কতটা আন্তরিকতা পরীক্ষার একটি সুযোগ বলে মনে করছে।

গত বছর মে মাসে উত্তর কোরিয়ার একটি যুদ্ধজাহাজের টর্পেডো দক্ষিণ কোরিয়ার সীমান্তে আঘাত করলে ৪৬ জন নাবিক নিহত হয়। যদিও এই ঘটনা উত্তর কোরিয়া বরাবরই অস্বীকার করে আসছিল। এরপর থেকেই কোরিয়া দ্বীপপুঞ্জে উত্তেজনা চলছিল।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।