ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১০০ ফুট উঁচু থেকে পড়েও বেঁচে গেল ৫ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১
১০০ ফুট উঁচু থেকে পড়েও বেঁচে গেল ৫ বছরের শিশু

বেইজিং: চীনের চংকিং শহরে নিজেদের ফ্যাটের জানালা দিয়ে ১০০ ফুট নিচে পরেও বেঁচে গেল পাঁচ বছরের মেয়েশিশু ইয়ে জিসু।

শিশুটি ১০ তলার ওপর থেকে একেবারে নিচে গিয়ে পড়ে।

তার শরীরে শুধু কিছু আঁচড় লাগে এবং দাগ হয়ে যায়। গত ৮ ফেব্রুয়ারি ব্রিটেনের দৈনিক অরেঞ্জে খবরটি প্রকাশিত হয়।

এ ঘটনার পর প্রত্যক্ষদর্শী রাস্তার বিক্রেতা ইয়ান প্রথমে ভেবেছিলেন একটি লাল পুতুল পড়ে গেছে। তবে আঘাত পাওয়ার পর জিসু তীব্র চিৎকার করতে থাকে।

তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম শিশুটি বেঁচে নেই। কিন্তু কিছুক্ষণ পরই শিশুটি চিৎকার করে কেঁদে ওঠে। ’

শিশুটিকে দ্রুত দণিপশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক জানিয়েছন, শিশুটি শঙ্কামুক্ত এবং ভালো আছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা,ফেব্রয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।