বেইজিং: চীনের চংকিং শহরে নিজেদের ফ্যাটের জানালা দিয়ে ১০০ ফুট নিচে পরেও বেঁচে গেল পাঁচ বছরের মেয়েশিশু ইয়ে জিসু।
শিশুটি ১০ তলার ওপর থেকে একেবারে নিচে গিয়ে পড়ে।
এ ঘটনার পর প্রত্যক্ষদর্শী রাস্তার বিক্রেতা ইয়ান প্রথমে ভেবেছিলেন একটি লাল পুতুল পড়ে গেছে। তবে আঘাত পাওয়ার পর জিসু তীব্র চিৎকার করতে থাকে।
তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম শিশুটি বেঁচে নেই। কিন্তু কিছুক্ষণ পরই শিশুটি চিৎকার করে কেঁদে ওঠে। ’
শিশুটিকে দ্রুত দণিপশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক জানিয়েছন, শিশুটি শঙ্কামুক্ত এবং ভালো আছে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা,ফেব্রয়ারি ০৯, ২০১১