ফ্লোরিডা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফেলসিয়া ফ্রিসকোকে প্রতিরাতেই একটি অদ্ভুত নিয়ম পালন করতে হয়। তার গোলাপি রংয়ের শোবার ঘরের বিছানায় চিতাবাঘের ছাপঅলা কম্বলটি সুন্দর পরিপাটি করে উইলকে নিয়ে ঘুমাতে যেতে হয়।
১৭ বছরের এই কিশোরীর মা-বাবা ‘টাইগার এনকাউন্টার’ নামের একটি শিক্ষা বিষয়ক প্রকল্প পরিচালনা করত। সেখানে উইল জন্ম নেওয়ার পর তার মা তাকে ছেড়ে চলে যায়। তারপর সদ্য জন্ম নেওয়া উইলকে ফেলসিয়া কাছে টেনে নেয়। এরপর থেকে সে ফেলসিয়ার কাছেই আছে। একজন মা যেভাবে সন্তানকে লালন-পালন সেভাবেই ফেলসিয়া পরম যত্নে উইলকে বড় করছে। সে উইলকে সঙ্গে নিয়ে খাওয়া-দাওয়া করে, হাঁটে এবং খেলা করে।
ফেলসিয়া পিপলপেটস ডট কমকে বলে, ‘এটি একটি কুকুর লালনপালনের মতোই। আমি উইলের প্রতি খুবই যত্নবান এবং তার আশপাশেই থাকতে চাই। সে এখন খুবই ছোট এবং যতোদিন বড় না হয় ততদিন আমি তাকে দেখাশোনা করব। এটি একটি শিশু লালন-পালনের মতোই। আমার মা-বাবা সবসময়ই বলত কখনই একটি প্রাণীকে পুরোপুরি বিশ্বাস করবে না এমনকি সেটি যদি কুকুরও হয়। এর সম্ভাব্য বিপদ সম্পর্কে তোমাকে সবসময়ই সচেতন থাকতে হবে। ’
তবে কোনো বাঘের সঙ্গে ঘুমানো ফেলসিয়ার জন্য এটিই প্রথম নয়। এর আগে সে উইলসের বাবা ‘দারুবা’র সঙ্গে ঘুমিয়েছে। বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত দারুবা তার কাছেই ছিল।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১১