ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত ১২ মাস ধূমপান করেননি বলে তার সহধর্মিনী ও ফার্স্ট লেডি মিশেল ওবামা এ কথা জানান। তবে ওবামা এ সর্ম্পকে কোনো মন্তব্য করেননি।
মিশেল বলেন, ওবামা চুড়ান্তভাবে ধূমপানের অভ্যাস ত্যাগ করেছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকরা মিশেলকে প্রশ্ন করেন, লাখ লাখ আমেরিকান যেখানে চেষ্টা করেও ধূমপান ছাড়তে পারছেন না সেখানে ওবামা চিরতরে এই অভ্যাস ত্যাগ করলেন? জবাবে মিসেল বলেন, ‘ওবামা পেরেছেন এবং তাও প্রায় এক বছর হয়ে গেল’।
তিনি বলেন, নিশ্চিত করে বলা যাবে না ওবামা কবে ধূমপান ছেড়েছেন, তবে কখনোই তিনি খুব বেশি ধূমপান করতেন না। মিশেল ওবামা বলেন, তারা সব সময়ই চাইতেন ওবামা ধূমপান বন্ধ করবেন। কেননা তাদের দুই মেয়ে মালিয়া ও শাশা এখন বেড়ে উঠছে, তাদের কথা ভেবেই ওবামা ধূমপান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। যাতে করে মেয়েরা কখনোই বাবাকে জিজ্ঞাসা করতে না পারে তিনি ধূমপান করেন কি না।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা,ফেব্রয়ারি ০৯, ২০১১