ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১১৩ বছরের পুরনো কেক আজও অক্ষত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
১১৩ বছরের পুরনো কেক আজও অক্ষত!

লন্ডন: ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার আমলে ১৮৯৮ সালে তৈরি একটি কেক পৃথিবীর সবচেয়ে পুরোনো বিয়ের কেক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা আজও অক্ষত অবস্থায় রয়েছে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হামলার পরও কেকটি আস্ত রয়ে গেছে।



বেসিংস্টোকের হ্যাম্পশায়ারের এক বেকারি কেকটি তৈরি হয়। বেকারিটি প্রায় এক শতকের ব্যবসার পর ১৯৬৪ সালে এটি বন্ধ হয়ে যায়। যিনি উৎপাদন করেছিলেন তারই মেয়ের কাছে কেকটি দীর্ঘ দিন সংরক্ষিত ছিল। পরে হ্যাম্পশায়ারের উইলিস জাদুঘরে তিনি এটি দান করেন।

১১৩ বছর আগে তৈরি কেকটি সম্পর্কে ওই জাদুঘরের কিউরেটর মিসেস ট্যাপলিস বলেন, ‘আমরা আশা করি, কেকটি আরও ১১৩ বছর বহাল তবিয়তে থাকবে। ’

ধারণা করা হয়, অবিবাহিত ওই মেয়েটি প্রেমে প্রত্যাখ্যাত হয়েছিলেন। এক অনুসন্ধান করে দেখা গেছে কেকটা অনেকটা আর্দ্র।

রানী ভিক্টোরিয়ার বিয়ের কেক নিলামে উঠলেও এটাই পৃথিবীর সবচেয়ে পুরোনো কেক বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময় ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।