মস্কো: সোমালিয়ার জলদস্যুরা শনিবার ২৩ জন নাবিকসহ মালটার পতাকাবাহী একটি জাহাজ ওমানের উপকুল থেকে ছিনতাই করেছে।
নাবিকদের মধ্যে ১০ জন ভারতীয় এবং ১৩ জন ইরানের নাগরিক রয়েছেন।
সিনিন নামের ছিনতাই হওয়া জাহাজটি সিঙ্গাপুর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ওমানের উত্তর আরব সাগরে ৩৫০ নটিক্যাল মাইল যাওয়ার পর জলদস্যুরা জাহাজটি ছিনতাই করে।
ছিনতাই হওয়ার পর থেকে জাহাজের নাবিকদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে জাহাজটির গতিপথ পরিবর্তন করে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জলদস্যু বিরোধী বাহিনী এর ওয়েবসাইটে জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১