তেহরান: ইরানের পুলিশ দেশটির বিরোধদলীয় নেতা মির হোসেন মুসাভিকে গৃহবন্দী করে রেখেছে। সোমবার মুসাভির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইটে (Kaleme.com) বলা হয়, মিশরীয় বিপ্লবের সমর্থনে তেহরানে আয়োজিত বিক্ষোভ অনুষ্ঠানে বাধা দিতে তাকে গৃহবন্দী করে রাখা হয়। বিরোধী নেতা মেহদি কারুমিকেও গৃহবন্দী রেখেছে সরকার। বিরোধী দলের বিক্ষোভে অংশ নেওয়ার কথা থাকলেও সরকার তা নিষিদ্ধ ঘোষণা করেছে।
পরে এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার বিক্ষোভকারী মিছিলে অংশ নিয়েছে। একইসঙ্গে সরকারি দাঙ্গা পুলিশ তাদের লাঠিসোটা, টিয়ারসেল, রাবার বুলেট হামলা চালিয়েছে।
যদিও ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে মিশরের অভ্যুত্থানকে সমর্থন জানিয়েছে।
সরকার রাজধানী তেহরানে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ইন্টারনেটের বিভিন্ন সাইট বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন সংবাদভিত্তিক চ্যানেল বন্ধ রেখেছে।
বিশ্লেষকরা জানাচ্ছেন, তেহরান বিরোধী দলগুলোকে বিক্ষোভে অংশ নিতে বাধা দিচ্ছে। সর্বশেষ ২০০৯-এ বিতর্কিত নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়।
বিবিসির তেহরান সংবাদদাতা মোহসেন আসগারি জানায়, অস্বাভাবিকভাবে একজন লোক একটি উঁচু ক্রেনের ওপর উঠে সবাইকে আজকের মিছিলে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাতে থাকে। পরে অবশ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১