ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে নতুন করে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, ফেব্রুয়ারি ১৪, ২০১১

কায়রো: মিশরে পর্যাপ্ত মজুরি ও ভালো কাজের পরিবেশের দাবিতে সোমবার নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে।

এদিকে, রাষ্ট্রীয় টেলিভিশনের একটি বিবৃতিতে মিশরের সামরিক র্শীষ নেতৃত্ব (সুপ্রিম মিলিটারি কাউন্সিল) আহ্বান জানিয়ে বলেছে, দেশের অর্থনীতির চাকা সচল করতে তাহরির স্কয়ারের বিক্ষোভকারীরা এবার কাজে ফিরে যাক।



সোমবারের বিক্ষোভে সর্বস্তরের জনগণ বিশেষ করে ব্যাংক, পরিবহন এবং পর্যটন খাতের শ্রমিকরা অংশ নেয়।

বিক্ষোভকারীদের অধিকাংশই রোববার নতুন সেনাশাসকদের ঘোষণাকে স্বাগত জানিয়ে ঘরে ফিরে গেছে। নতুন সেনাশাসকরা সংসদ বিলুপ্ত দেয়ার এবং সংবিধান স্থগিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

এরই মধ্যে সেনাবাহিনী শান্তিপূর্ণ উপায়ে গণতন্ত্র উত্তরণে বেসামরিক লোকজনের কাছে নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দেয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।