ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাহাত ফতেহ আলি খান মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
রাহাত ফতেহ আলি খান মুক্ত

নয়াদিল্লি: পাকিস্তানি কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলি খানকে আটকের ২৮ ঘণ্টা পর সোমবার মুক্তি দিয়েছে ভারতীয় রাজস্ব বিভাগের কর্মকর্তারা। খবর এনডিটিভির।



রোববার অবৈধভাবে বিদেশি অর্থ বহন করার অভিযোগে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সোমবার তাকে গ্রেপ্তার দেখানোর সংবাদ প্রকাশ করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই।

তবে মুক্তির আগে রাহাত ফতেহ আলি খানকে তার পাসপোর্ট ভারতের রাজস্ব বিভাগে জমা রাখতে হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি মারুফ ও চিত্রেশ শ্রীবাস্তব নামের আরও দুই জনসহ তাকে রাজস্ব বিভাগে হাজির হতে হবে।

এর আগে পাকিস্তানি সরকার ভারতের প্রতি দ্রুত রাহাতকে মুক্তি দেওয়ার আহ্বান জানায়। রোববার আটক রাহাত রাজস্ব বিভাগের গোয়েন্দা জিজ্ঞাসাবাদের উত্তরে জানায়, তিনি স্কুল থেকে ঝরে পড়া ছাত্র, ফলে আইনকানুন সম্পর্কে কিছু জানেন না।

ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আটকের সময় রাহাত ফতেহ আলি খানের কাছে ৬০ লাখ অঘোষিত ভারতীয় রুপি পাওয়া যায়।

উপমহাদেশের কিংবদন্তী কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলি খানের ভাগ্নে রাহাত ভারত ও পাকিস্তানে সমান জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।