ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভারত সবচেয়ে প্রতিশ্রুতিশীল বাজার: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, ফেব্রুয়ারি ১৫, ২০১১
ভারত সবচেয়ে প্রতিশ্রুতিশীল বাজার: ওবামা

ওয়াশিংটন: বিশ্বে ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিশ্রুতিশীল উঠতি বাজার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বার্ষিক বাজেট পেশকালে তিনি এ কথা বলেন।



ওবামা আরও বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর দ্রব্যসামগ্রী ও সেবা নিয়ে ভারতের বাজারে প্রবেশ করার বিশাল সুযোগ রয়েছে।

হোয়াইট হাউসের বাজেট প্রস্তাবে বলা হয়, গত নভেম্বরে ওবামা তার ভারত সফরকালে ৯৫০ কোটি মার্কিন ডলার পণ্যরপ্তানির ঘোষণা দেন। এর মাধ্যমে ৫৩ হাজার ৬৭০টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ভারত ও যুক্তরাষ্ট্র উভয় দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য বেসরকারি ও সরকারি যৌথ বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ জোরদারের কথা বলা হয়।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।