ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইনে বিক্ষোভকারীর মৃত্যু: আরও আন্দোলনের ডাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
বাহরাইনে বিক্ষোভকারীর মৃত্যু: আরও আন্দোলনের ডাক

মানামা: বাহরাইনে সরকার বিরোধী বিক্ষোভে সোমবার সন্ধ্যায় দিয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে আহত একজন বিক্ষোভকারী মঙ্গলবার মারা গেছে। এ ঘটনার পর বিক্ষোভকারীরা আরও বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে।



সরকারি কর্মকর্তারা রাজধানী মানামা উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে, পুলিশের অযৌক্তিকভাবে অস্ত্র ব্যবহারের কারণ তদন্ত করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদ বিন আবদুল্লাহ আল খলিফা দিয়া অঞ্চলে সংঘর্ষে নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিহত ব্যক্তির মৃত্যু সংবাদ ফেসবুকে দেওয়ার কথা বলা হয়েছে এবং জানাজার সময় গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের পক্ষ থেকে আরও বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিউনিসিয়া, মিশরের জনগণের বিক্ষোভের মুখে স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরকার বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে।


বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।