ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জর্দানের রানী রানিয়া দুর্নীতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১
জর্দানের রানী রানিয়া দুর্নীতিগ্রস্ত

আম্মান: জর্দানের রানী রানিয়া দুর্নীতিগ্রস্ত বলে দেশটির আদিবাসী নেতারা অভিযোগ করেছেন। একইসঙ্গে তার বিরুদ্ধে জনগণের ভূমি আত্মসাৎ এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ চুরির অভিযোগও আনা হয়।



সম্প্রতি জর্দানের আদিবাসী নেতাদের লিখিত একটি চিঠি প্রকাশ করা হয়। এতে রানীয়াকে তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট বেন আলির স্ত্রী লায়লা বেন আলির সঙ্গে তুলনা করা হয়। ওয়াইনেটনিউজ ডট কম মঙ্গলবার এ তথ্য জানায়।

লায়লার বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ চুরি এবং দেশের জনগণের বিপুল পরিমাণ অর্থ এবং জমি পরিবারের সদস্যদের দেওয়ার অভিযোগ আছে।

নেতারা জর্দানের রাজা আব্দুল্লাহর কাছে স্ত্রীর পরিবারকে দেওয়া জনগণের জমি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান বলে ইসরায়েলের ওই ওয়েবসাইট সূত্রে জানা যায়। একইসঙ্গে রানী নিজের মর্যাদা বাড়াতে এবং নিজ স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করেন বলেও তারা অভিযোগ করেন।

দেশে প্রয়োজনীয় সংস্কারসহ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় ব্যর্থ হলে রাজা আব্দুল্লাহ এবং তার পরিবারকে মিশর ও তিউনিসিয়ার নেতাদের মতো ভাগ্য মেনে নিতে হবে বলেও নেতারা সতর্ক করে দেন।

নেতাদের লিখা চিঠিতে বলা হয়, ‘ স্বাধীনতার দমন এবং জনগণের তহবিল চুরি অব্যাহত থাকলে আজ না হলেও কাল জর্দানেও মিশর ও তিউনিসিয়ার মতো ঘটনা ঘটবে। ’

এতে আরও বলা হয়, ‘রাজা আব্দুল্লাহ তার স্ত্রী ও পরিবারের সদস্যদের ক্ষমতার সুযোগ নেওয়া অবশ্যই বন্ধ করবেন বলে আমরা বিশ্বাস করি। তা না হলে তার রাজত্ব বিপদের সম্মুখীন হবে। ’

জর্দানে সম্প্রতি সংঘটিত সরকার বিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রাজা আব্দুল্লাহ নতুন সরকার নিয়োগ দেন এবং একইসঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।