সানা: ইয়েমেনে সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। দেশটির রাজধানী সানার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার এ ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন।
গত এক সপ্তাহের মধ্যে এটাই দেশটিতে প্রথম কোনো বিক্ষোভকারীর নিহতের ঘটনা। ইয়েমেনে সরকার সমর্থকরা বন্দুক, লাঠি, পাথর নিয়ে ক্যাম্পাস এলাকায় প্রবেশের চেষ্টা করলে শিক্ষোর্থীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করে। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বুলেটের আঘাতে এক শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। এএফপির ওই সাংবাদিক নিহতের মৃতদেহ দেখেছেন বলে দাবি করেছেন।
সংঘর্ষ চলাকালে পুলিশ কোনো হস্তক্ষেপ না করলেও ক্যাম্পাসে যাওয়ার প্রধান রাস্তা বন্ধ করে দেয়।
এর আগে শুক্রবার ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর সমর্থকরা লাঠি ও কুড়াল নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা করলে কমপক্ষে চারজন নিহত হন।
গত কয়েক সপ্তাহ থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু প্রতিদিনই ইট-পাটকেল ছুড়ে সরকার সমর্থকরা তাদের বাধা দিয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১