ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উইলিয়াম-কেট বিয়ের অনুষ্ঠান: অতিথি তালিকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১
উইলিয়াম-কেট বিয়ের অনুষ্ঠান: অতিথি তালিকা

লন্ডন: ইংল্যান্ডের প্রিন্স উইলিয়াম ও তার হবু স্ত্রী কেট মিডিলটন এপ্রিলে অনুষ্ঠেয় তাদের বিয়েতে এক হাজার ৯০০ অতিথিকে আমন্ত্রণ জানাতে যাচ্ছেন। আমন্ত্রিত অতিথিদের এ তালিকায় রাজপরিবারের সদস্যসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক, গির্জার কর্মকর্তা, বন্ধু, আত্মীয়রা রয়েছেন বলে রোববার রাজপ্রাসাদের কর্মকর্তারা জানিয়েছেন।



সোনার ডাকটিকিট, রাজার ছবি সম্বলিত সোনায় মোড়ানো বিয়ের আমন্ত্রণপত্রটি রানী দ্বিতীয় এলিজাবেথের নামে অতিথিদের কাছে প্রেরণ করা হবে।

তবে গির্জায় বিয়ে হয়ে যাওয়ার পরের পার্টিতে সবাই যোগ দিতে পারবেন না। এর মধ্যে মাত্র ৬০০ জনকে বাকিংহাম প্যালেসের মধ্যাহ্ণ ভোজ এবং বিবাহোত্তর সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হবে।

এর পরে বাকিংহাম প্যালেসে উইলিয়ামের বাবা প্রিন্স চালর্সের আয়োজিত নৈশ ভোজে আমন্ত্রণ পেতে যাচ্ছেন মাত্র ৩০০ জনের নির্বাচিত একটি অতিথি দল।

রাজপ্রাসাদ থেকে অতিথিদের নাম প্রকাশ করা না হলেও আমন্ত্রিতদের মধ্যে এক হাজারেরও বেশি উইলিয়াম ও কেটের পরিবার ও বন্ধু বলে জানান তারা।

বন্ধুদের মধ্যে অধিকাংশই আবার সেন্ট অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয়ের বলে জানা যায়। এখানেই এ জুটির প্রথম সাক্ষাৎ হয়। ব্রিটিশ রাজ পরিবারের ৫০ সদস্য আছেন এ আমন্ত্রিতদের তালিকায়। তবে রাজপরিবারগুলোর মধ্যে ডাচেস অব ইয়র্ক সারাহ ফার্গুসন নেই বলে সপ্তাহ শেষে জানা গেছে।

তবে গৃহহীনদের জন্য গঠিত দাতব্য প্রতিষ্ঠান সেন্টারপয়েন্ট, দ্য টাস্ক ট্রাস্ট কনজারভেশন চ্যারিটি এবং দ্য রয়েল মারসদেন হসপিটালসহ প্রিন্স উইলিয়ামের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের আরও ৮০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।

এছাড়া সরকার, সংসদ এবং কূটনীতিকদের থেকে বাকি আরও ২০০ অতিথি এবং গভর্নর জেনারেল ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রধানমন্ত্রীসহ ৬০ জনকে এবং ব্রিটিশ সেনাবাহিনী থেকে ৩০ জনকে আমন্ত্রণ জানানো হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।