ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইন: নতুন উদ্যমে বিক্ষোভ শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১
বাহরাইন: নতুন উদ্যমে বিক্ষোভ শুরু

মানামা: হাজার হাজার উৎফুল্ল বিক্ষোভকারী শনিবার বাহরাইনের রাজধানী মানামার পার্ল স্কয়ারে ফিরে এসেছেন। বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এ চত্ত্বর থেকে পালাক্রমে সেনাবহিনী ও পুলিশ প্রত্যাহার করার পর বিক্ষোভকারীরা আবার ফিরে সেখানে জড়ো হচ্ছেন।

খবর এএফপির।
 
সেনা প্রত্যাহারের পর বিক্ষোভকারীদের থেকে দূরে রাখার অঙ্গীকার করেন বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল-খলিফা। সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে যুবরাজ সেনাবাহিনীকে এ নির্দেশ দেন বলে রাষ্ট্রীয় বার্তাসংস্থা বিএনএ জানায়।

একইসঙ্গে সব দলকে নিয়ে নতুন রাষ্ট্র গঠনের জন্য বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ারও আহ্বান জানান তিনি।

এর আগে, বাহরাইনি সরকারের পক্ষ থেকে বিরোধীদের সঙ্গে সংলাপ প্রস্তাব দেওয়া হয়। তবে তা প্রত্যাখ্যান করে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন।

এদিকে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ার পর সেনাবাহিনীর সঙ্গে পুলিশকেও প্রত্যাহার করে নেওয়া হয়।     

পার্ল স্কয়ারে জড়ো হওয়া বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ প্রতিবাদ চায় উল্লেখ করে স্লোগান দিতে থাকেন। এতে বলা হয়, ‘জনগণ এ সরকারের পতন চায়। ’

একইসময়ে বাহরাইনের শ্রমিক ইউনিয়ন পুলিশের সহিংসতার প্রতিবাদে এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের দাবিতে রোববার অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন।

তবে প্রস্তাবিত আলোচনার পথ সুগম করার চেষ্টা করা হচ্ছে বলে জানা যায়। এর আগে রাজা হামাদ তার ছেলে যুবরাজ সালমানকে আলোচনা শুরুর কাজে নিয়োজিত করেছেন বলে শুক্রবার জানান তিনি।

টেলিভিশনের এক সাক্ষাৎকারে যুবরাজ সালমান এ বিষয়ে বলেন, ‘পুরোপুরি শান্তিপূর্ণ পরিবেশে আমাদের আলোচনা হওয়া উচিত। ’ একইসঙ্গে এ আলোচনা থেকে কোনো বিষয়ই বাদ দেওয়া হবে না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।