ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কুয়েতে বিক্ষোভের উত্তাপ, ভিন্ন দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১
কুয়েতে বিক্ষোভের উত্তাপ, ভিন্ন দাবি

কুয়েত সিটি: মৌলিক অধিকার ও জাতীয় পরিচয়ের দাবিতে কুয়েতে শনিবার দ্বিতীয় দিনের বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর দাঙ্গা পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেছে। খবর এএফপির।



রাজধানী কুয়েত সিটির ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সুলাইবিয়া অঞ্চলে প্রায় ৩০০ বিক্ষোভকারী তাদের দাবি আদায়ে জড়ো হয়। এদের ভেতর থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

শুক্রবার দেশহীন, রাষ্ট্রীয় পরিচয়হীন প্রায় এক হাজার বেদুঈন রাজধানীর জাহরা অঞ্চলে জড়ো হলে পুলিশ তাদের ওপর হামলা চালিয়ে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।

জাহরা ও সুলাইবিয়া দুই অঞ্চলেই বিক্ষোভকারীরা কুয়েতের জাতীয় পতাকা ও শাসকের ছবি বহন করে এবং কাজ করার অধিকার চায়।

আনুমানিক এক লাখ বেদুঈন কুয়েতে রয়েছে। তাদের দাবি, তারা কুয়েতের নাগরিকত্ব পেরে পারে। তবে সরকার জানাচ্ছে, বেদুঈদের পূর্বপ্রজন্ম পার্শ্ববর্তী দেশগুলো থেকে এসেছে। তাদের জাতীয়তা কুয়েতের না।

কুয়েতে বেদুঈনদের গাড়ি চালনার সনদ দেওয়া হয় না। তাদের জন্ম বা মৃত্যুরও কোনো সনদও দেওয়া হয় না। এমনকি বিয়ের কোনো সত্যায়িত সনদও পায় না।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।