সানা: ইয়েমেনে সরকার বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর পক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নতুন করে ছয়জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। খবর আইএএনএসের।
বিক্ষোভকারীদের দাবি, প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। সালেহি গত ৩২ বছর ধরে ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন।
শনিবার দক্ষিণের বন্দর নগরী অ্যাডেনে চারজন এবং তাইজ শহরে একজন ছাত্র নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এ খবর সম্প্রচার করা হয়েছে।
একইদিন সানা বিশ্ববিদ্যালয়ে আরেকজন ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকার সমর্থকরা বন্দুক, লাঠি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করলে এদেরই গুলিতে ১৬ বছর বয়সী ওই ছাত্রের মৃত্যু হয়।
ইয়েমেনের সেনাবাহিনী জনতার এ বিক্ষোভে কোনো হস্তক্ষেপ করেনি। শনিবার ছিল চলমান বিক্ষোভের নবম দিন। এদিন বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের আবারও পদত্যাগ দাবি করেছেন।
মিশর ও তিউনিসিয়ার বিপ্লবে অনুপ্রাণিত আন্দোলনকারীরা দেশের দুর্নীতি, বেকারত্বসহ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১