ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর: নতুন রাজনৈতিক দলের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১
মিশর: নতুন রাজনৈতিক দলের অনুমোদন

কায়রো: চলমান রাজনৈতিক স্থবিরতার মধ্যে একটি রাজনৈতিক দলকে বৈধতা দিয়েছেন মিশরের আদালত। শনিবার ইসলামপন্থী ওয়াসাত পার্টিকে এ অনুমোদন দেওয়া হয়।

খবর রয়টার্সের।

দলটি গত ১৫ বছর ধরে বৈধতা পেতে আবেদন করেও ব্যর্থ হয়েছে। এ দলটি মিশরের সবচেয়ে বড় কিন্তু নিষিদ্ধ ইসলামপন্থী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের একটি বিচ্ছিন্ন অংশ। এরাও ইসলাম ও গণতন্ত্রের সমন্বয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্রের কথা বলে।

২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া বিক্ষোভ প্রতিবাদের মুখে টানা ৩ দশকের স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর সে দেশের আদালত এই প্রথম নতুন কোন দলকে আনুষ্ঠানিক বৈধতা দিল।

ওয়াসাত পার্টি ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই বৈধতা চেয়ে ৪ বার আবেদন করলেও তৎকালীন রাজনেতিক দল সংক্রান্ত কমিটি যা মোবারক সরকারের এক সদদ্যের নেতৃত্বে চলত তা প্রত্যাখ্যান করে।

মিশরের সংবাদ সংস্থা জানায়, আদালত ঘোষণা দিয়েছে ওয়াসাত পার্টি বহু আগে থেকেই প্রতিষ্ঠিত এবং আজ থেকে একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।

আদলতের এ রায়ের ফলে সামনে জাতীয় নির্বাচনে দলটি অংশ গ্রহণের সুযোগ পেল। দলটির প্রতিষ্ঠাতা আবু এলেলা মাদি জানান, মুক্তির মাতাল হাওয়া এবং বিপ্লবের ঝড় এ সিদ্ধান্তকে তরান্বিত করেছে।

মোবারকের পতনের পর সশস্ত্র বাহিনীর সামরিক পরিষদ ক্ষমতা গ্রহণ করে। এরপরই সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধান স্থগিত করা হয়। আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে সামরিক বাহিনী।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো অন্তর্বর্তী সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংবিধান সংশোধন সম্ভব নয়। তবে সংশোধন কমিটির একজন বিচারক সদস্য জানিয়েছেন, আশা করা হচ্ছে শিগগিরই সংশোধনী প্রস্তাব গণভোটের জন্য দাখিল করা হবে।

সংবাদ মাধ্যম আরও জানায়, অন্তর্বর্তী সরকারের মধ্যে মোবারকপন্থী বলে পরিচিত যেসব কর্মকর্তা রয়েছেন খুব শিগগির আন্দোলনকারীদের দাবি অনুযায়ী সরকার থেকে সরিয়ে দেওয়া হবে। এ লক্ষ্যে মন্ত্রিসভার ৪ সদস্যকে সরিয়ে নতুন করে ঢেলে সাজানো হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।