ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ব্যাংকে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১
আফগানিস্তানে ব্যাংকে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

জালালাবাদ: আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ব্যাংকে তালেবানের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আহত হয়েছে ৭০ জন।

রোববার একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

জালালাবাদ শহরে কাবুল ব্যাংকের একটি শাখায় শনিবার ৭ জন সশস্ত্র তালেবান অতর্কিতে হামলা চালালে ব্যাংকের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। এক সময় জঙ্গিরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়। এতে অসংখ্য লোকের হতাহতের ঘটনা ঘটে।

প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র আহমেদ জিয়া আবদুলজাই সংবাদ সংস্থা এএফপিকে জানান, কাবুল ব্যাংকে শনিবারের হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭০ জন। তবে, তাৎক্ষণিকভাবে মৃতের সংখ্যা জানা যায় ১৮।

আব্দুলজাই বলেন, পুলিশ সদস্যরা শনিবার বেতন উঠাতে ব্যাংকে আসে। ওই সময় আকস্মিকভাবে হামলাটি হয়। আহতদের মধ্যে প্রাদেশিক উপপুলিশ প্রধান এবং পুলিশের অপরাধ তদন্ত শাখার প্রধানও রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য এ দুই ঊর্ধ্বংতন কর্মকর্তাকে বাগরামে মার্কিন বাহিনীর প্রধান বেসক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

আফগানিস্তানে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় হামলা। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। তাদের একজন মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহেদ জানান, হামলাকারীরা ইসলামি জঙ্গি। এরা গত প্রায় ১০ বছর যাবত আফগানিস্তানে আন্তর্জাতিক এবং সরাকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।